আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ অক্টোবর ৷৷ সম্প্রতি স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করল বাংলাদেশ। এই উন্নয়নের আনন্দ বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে বাংলাদেশের পাশাপাশি গোটা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনে আয়োজন করা হচ্ছে ‘উন্নয়ন মেলা’। তারই অঙ্গ হিসেবে শনিবার আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘উন্নয়ন মেলা’। এদিন আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে আয়োজিত এ মেলার উদ্বোধন করবেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা। এছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশ সহকারী হাই কমিশনের কমিশনার মো. সেখাওয়াত হোসেন, প্রথম সচিব মো. জাকির হোসেন ভূঁইয়া এবং দ্বিতীয় সচিব মো. ইকবাল হোসেন প্রমুখ। এরপর সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে বাউল গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে ভারত এবং বাংলাদেশের শিল্পীরা বাউল সংগীত পরিবেশন করবেন। মেলার বিষয় হচ্ছে ‘উন্নয়নের রুল মডেল শেখ হাসিনার বাংলাদেশ’।