৭ম বেতন কমিশন দিল রাজ্য সরকার, কর্মচারী মহলে খুশির হাওয়া

7thআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ অক্টোবর ৷৷ রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর। অবশেষে ৭ম পে কমিশন ঘোষনা করলো রাজ্যের বিজেপি-আই পি এফ টি জোট সরকার। মঙ্গলবার বিকেল ৫টায় মহাকরণে এক সাংবাদিক সন্মেলনে সপ্তম বেতন কমিশন ঘোষনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ২.৫৭ হারে ১লা অক্টোবর, ২০১৮ থেকে কার্যকর হচ্ছে এই সিদ্ধান্ত। মহাকরণে এদিনের সাংবাদিক সন্মেলনে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী তথা অর্থ মন্ত্রী যিষ্ণু দেববর্মা, আইন ও শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ, রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা ও স্বাস্থ্য মন্ত্রী সুদীপ রায় বর্মণ।
এদিন সাংবাদিক সন্মেলনে উপ-মুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা বলেন, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ইচ্ছেতেই ৭ম পে কমিশনের ঘোষণা করা হয়েছে।
শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধার কথা বলতে গিয়ে জানান, রাজ্যের সরকারি কর্মচারীরা এখন ৯ শতাংশ মহার্ঘ (ডি এ) পাবেন। গ্রুপ-ডি কর্মচারীদের বেতন হবে নূন্যতম ১৬ হাজার টাকা। গ্রুপ-সি কর্মচারীদের বেসিক হবে নূন্যতম ১৮ হাজার টাকা। এতে রাজ্যের ৬ লক্ষ ৫৭ হাজার কর্মচারী উপকৃত হবেন। শিক্ষামন্ত্রী জানান, ৭ম পে কমিশনের জন্য রাজ্য সরকারের এখন থেকে ৬৬৪ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে। তিনি বলেন, স্থির বেতন থেকে শুরু করে সব ধরনের কর্মচারীদের বেতন বাড়বে। পাশাপাশি অঙ্গনওয়াড়ী থেকে শুরু করে কেন্দ্রীয় প্রকল্পে নিযুক্ত কর্মচারীদের কেন্দ্রীয় সরকারের গাইড লাইন অনুযায়ী বেতন বৃদ্ধি করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ বলেন, প্রত্যেক বছর জানুয়ারী ও জুলাই মাসে কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে। অর্থের সংস্থান হলে সরকারি কর্মচারিদের আরও আর্থিক সুযোগ সুবিধা প্রদান করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ভিসন ডকুমেন্টে ৭ম পে কমিশনের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সপ্তম পে কমিশন প্রদানের জন্য ভার্মা কমিশন গঠন করেছিল। ভার্মা কমিটি রিপোর্ট জমা দিয়েছে গত ৫ অক্টোবর, ২০১৮। অবশেষে ৯ অক্টোবর, ২০১৮ তারিখে (মঙ্গলবার) রাজ্য সরকার ৭ম পে কমিশনের ঘোষণা দেয়।
এই ঘোষণায় কর্মচারী মহলে দেখা দেয় খুশির হাওয়া। মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়ে শহরে মিছিল করা হয়। কর্মচারী একে অপরকে মিষ্টি খাইয়ে দেবার ছবিও এদিন লক্ষ্য করা গেছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*