আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর ৷৷ সাব্রুম থানার ওসি-র আইন বহিঃর্ভুত আচরণের অভিযোগে আগরতলা-সাব্রুম জাতীয় সড়ক অবরোধে বসে মহকুমার হরিণা এলাকার লোকজন। সাব্রুম থানার ওসি কমল চৌধুরীর দাদাগিরির অভিযোগ এনে বুধবার দুই শতাধিক অবরোধকারী তিন ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে তাদের ক্ষোভ উগরে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলার অতিরিক্ত পুলিস সুপার। শেষ পর্যন্ত অতিরিক্ত পুলিস সুপার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে অবরোধকারীরা তাদের অবরোধ তুলে নেয়।