আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর ৷৷ ‘ডেইলি দেশের কথা’ সংবাদপত্র প্রকাশনা বন্ধের উপর স্থগিতাদেশ জারি করল ত্রিপুরা হাই কোর্ট। ত্রিপুরা হাই কোর্টে মামলাটি আজ শুনানির জন্য উঠে। জেলা শাসক সন্দিপ মাহাত্ম্যের জারি করা স্থগিতাদেশকে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যী চ্যালেঞ্জ করেন। শুনানির পর হাইকোর্টের প্রধান বিচারপতি অজয় রাস্তোগী জেলা শাসকের জারি করা নিষেধাজ্ঞার উপর অন্তর্বতী স্থগিতাদেশ জারি করেন। এর ফলে আগামীকাল থেকে যথারীতি ডেইলি দেশের কথা প্রকাশিত হবে বলে জানিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যী।
উল্লেখ্য, সি পি আই (এম)-র মুখপত্র তথা রাজ্যের প্রথম শ্রেণীর একটি দৈনিক সংবাদপত্র ‘ডেইলি দেশের কথা’ প্রকাশনার উপর পত্রিকার মালিকানা ও আর এন আই সংক্রান্ত অভিযোগমূলে গত ১লা অক্টোবর, ২০১৮ তারিখ স্থগিতাদেশ জারি করেছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক।