আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর ৷৷ আগরতলার মহারাজা বীর বিক্রম মাণিক্য কিশোর বাহাদুর বিমানবন্দর থেকে প্রিপেইড ট্যাক্সি এবং অটো সার্ভিসের উদ্বোধন করলেন পরিবহণ মন্ত্রী প্রনজিত সিংহ রায়। টি আর টি সি-র উদ্যোগে শুক্রবার মহারাজা বীর বিক্রম মাণিক্য কিশোর বাহাদুর বিমানবন্দর থেকে এই পরিষেবার সূচনা হয়। এসময় সেখানে পরিবহণ মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন টি আর টি সি-র চেয়ারম্যান দীপক মজুমদার প্রমুখ।
উল্লেখ্য, কিছু দিন আগেই মহারাজা বীর বিক্রম মাণিক্য কিশোর বাহাদুর বিমানবন্দর থেকে ভলবো বাস পরিষেবা চালু হয়েছিল। এবার দ্বিতীয় দফায় প্রিপেইড ট্যাক্সি এবং অটো সার্ভিসের সূচনা করা হয়েছে।