আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর ৷৷ বাঙ্গালীদের প্রধান উৎসব দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও রাজ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবছর (২০১৮) রাজ্যে নিরাপত্তার দায়িত্বে মোট ৯৮৭৫ জন নিরাপত্তাকর্মী কাজ করবেন। পুলিশের পাশাপাশি বি এস এফ, সি আর পি এফ এবং আসাম রাইফেলস বাহিনীর সহায়তাও নেওয়া হবে। শনিবার রাজ্য পুলিশের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা। তিনি বলেন, প্রচন্ড ভিড় হওয়া পুজো মণ্ডপ ও তার আশপাশে সিসি ক্যামেরা লাগানো হবে। রেলে করে অনেকেই রাজধানীতে পুজো দেখতে আসে, তাই রেলস্টেশনেও নিরাপত্তা বাড়ানো হবে বলে জানান মহানির্দেশক এ কে শুক্লা। সাংবাদিক সন্মেলনে তিনি বলেন, এবার রাজ্যে মোট ২,৫০০টি দুর্গাপূজা হবে। এবছর শহরে ৯৫৪টি পুজো মণ্ডপে এবং গ্রামীণ এলাকায় ১,৫৬৯টি পূজা মণ্ডপে পুজো হবে। তিনি বলেন, এবছর আগরতলা শহরে ১৪৮টি অস্থায়ী পুলিশ বুথ বসানো হচ্ছে, ৩৫টি অস্থায়ী ওয়াচ টাওয়ার তৈরি করা হচ্ছে এবং ২২৯টি সি সি টিভি ক্যামেরা লাগানো হচ্ছে। প্রয়োজনে সি সি টিভি ক্যামেরার সংখ্যা আরো বাড়ানো হবে বলে জানান রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা।