গোপাল সিং, খোয়াই, ১৪ অক্টোবর ৷৷ রাজ্যের বিভিন্ন ব্লক এলাকার অন্তর্গত গ্রাম পঞ্চায়েতে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি শনিবার খোয়াই ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতেও একই ভাবে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই শপথগ্রহণ অনুষ্ঠানে পঞ্চায়েত ও ব্লকের আধিকারিক ও বিজেপি নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এদিন খোয়াইয়ের সিপাইহাওরদ গ্রাম পঞ্চায়েত, জাম্বুরা গ্রাম পঞ্চায়েত, সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন পঞ্চায়েতে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নির্বাচিত প্রতিনিধিরা এদিন শপথ বাক্য পাঠ করেন।