আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর ৷৷ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো বাঙ্গালীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সোমবার পেন্ডেল থেকে গৃহস্তের বাড়ীতে পঞ্জিকার তিথী অনুযায়ি নানা উপাচারে শেষ হয়েছে ষষ্ঠী পূজা। এর আগে গতকাল সায়ংকালে দেবীর বোধন অনুষ্ঠিত হয়েছে। ষষ্ঠী পূজায় বিল্ববৃক্ষ বা ফল যুগ্ম সহিত বেলের ডাল, ঘট, এক সরা আতপ তণ্ডুল, ঘটাচ্ছাদন গামছা, সশীষ ডাব, তীর, পঞ্চ গুঁড়ি, পঞ্চ গব্য, পঞ্চ শস্য, পঞ্চ পল্লব, বোধনের শাড়ী, বিল্ববৃক্ষ পূজোর ধুতি সহ পূজোর আয়োজন সবই প্রয়োজন হয়। মঙ্গলবার মহাসপ্তমী, বুধবার মহাঅষ্টমী ও কুমারী পূজা, বৃহস্পতিবার মহানবমী বিহিত পূজা এবং শুক্রবার বিজয়া দশমী ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচদিনের এ উৎসব।
দুর্গোৎসব উপলক্ষে রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।