বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৫ অক্টোবর ৷৷ বাঙ্গালির শ্রেস্ট উৎসব দুর্গোৎসবকে কেন্দ্র করে শান্তিবাজার পুরাণ হাসপাতাল রোড সংলগ্ন পূজাকমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। সোমবার রক্তদান শিবির এবং পূজা মণ্ডপ উদ্বোধন করেন বিধায়ক প্রমোদ রিয়াং ও প্রাক্তন কারামন্ত্রী মনিন্দ্র রিয়াং। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বগাফা ব্লকের বি এস সি চেয়ারম্যান তথা প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরিশঙ্কর রিয়াং, বিশিষ্ট সমাজসেবী সত্যব্রত সাহা প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শান্তিরবাজারবাসীকে শারদীয়া উৎসবের শুভেচ্ছাবার্তা জানান।