উৎসব ক্রমশ এগিয়ে চলেছে মধ্যগণের দিকে। বুধবার নবপত্রিকা স্নান দিয়ে শুরু হল মহাসপ্তমী পুজোর উপাচার। ষষ্ঠীর দিনই কার্যত জনজোয়ারে ভেসেছে আগরতলা। সন্ধ্যা থেকেই মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে যায় প্রতিমা দর্শনের পালা। চতুর্থী, পঞ্চমী সহ ষষ্ঠীতেও শহরের বিভিন্ন পুজো মণ্ডপের বাইরে মণ্ডপ দেখার লাইনও পড়ে যায়। প্রতিবছরের মতো এবারও দর্শনার্থীরা সিডিউল মেনে বেরিয়ে পড়েছেন দূর্গা ঠাকুর দেখতে।