আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর ৷৷ চতুর্থী থেকে মহাসপ্তমীর সন্ধ্যাতেও রাজধানী শহরের বুকে জনঢল। দেবী দুর্গা মাকে দর্শনে পথে নামলেন প্রচুর সংখ্যক দর্শনার্থী। মায়ের বোধনের মধ্যে দিয়ে মহাষষ্ঠীতে হয়েছে দুর্গা পূজার শুভারম্ভ। পূজোর উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে জাতি, উপজাতি সকল অংশের মানুষের মধ্যে। পুজোর এই কটা দিন মানুষের মনে শুধু আনন্দ ও উচ্ছ্বাস। পুজোকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ ভাবে শেষ করতে আরক্ষা দপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়েছে ঢালাও নিরাপত্তা ব্যবস্থা। বাড়ানো হয়েছে এবছর বারতি নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ-টি এস আর এর সাথে নামানো হয়েছে বি এস এফ, সি আর পি এফ এবং আসান রাইফেলস জওয়ানদের।