আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর ৷৷ ষষ্ঠি, সপ্তমী পূজোর পর বুধবার নানা উপাচারে হয়েছে মহাষ্টমীর পূজো। মহাষ্টমীতেই হয়েছে কুমারী পুজো। প্রতিবছরের মতো রাজধানীর রামকৃষ্ণ আশ্রমে খুব ধুমধামের সহিত অনুষ্ঠিত হয় কুমারী পুজোর পূজার্চনা। কুমারী পুজো দেখতে রাজধানীর রামকৃষ্ণ আশ্রম মণ্ডপের বাইরে রীতিমত লাইনও পড়ে যায়।
চিন্ময়ী মায়ের আশীর্বাদে সবদিকেই চিদানন্দের আনন্দ মুখর পরিবেশে তিথি নক্ষত্র মতে মহাষ্টমীতে হয়েছে দশভূজার পূজার্চনা – ঢাকের শব্দে পুরোহিতের মন্ত্রোচ্চারনে। শহরের সুদৃশ্য পুজো মন্ডপ দেখতে প্রবীণদের দেখা গেছে কুমারী মায়ের দর্শনে পূণ্য অর্জনে বেরিয়ে পরেছেন । নতুন বস্ত্রে আনন্দ উচ্ছাসে রাত্রিবেলায় আগরতলা আবার সেই পুরনো চাহারায় – মানুষের ভীড়ে কল্লোলিত রাজধানী।