আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর ৷৷ ঢাকের শব্দে পুরোহিতের মন্ত্রোচ্চারনে নানা উপাচারে শেষ হয়েছে মহানবমী পূজার্চনা। মর্ত্যে মায়ের আগমনে যে আনন্দ উচ্ছাসের বন্যা পরিলক্ষিত হয়েছে, মহানবমীতে উচ্ছাসের মধ্যেই বিদায়ের বিষাদ ধ্বনির সুর। মায়ের আগমনে আনন্দের ছবিতে মা চলে যাচ্ছেন ভাবতেই হৃদয়ের উচ্ছলতা অন্যরুপ দিচ্ছে। সপ্তমী, অষ্টমী পেরিয়ে আজ নবমী এবং আগামীকাল দশমী, অর্থাৎ মায়ের ফিরে যাওয়ার দিন। আনন্দের ছবিতে বিদায়ের বার্তা এনে দেয় দশমী।