নবমীর রাত্রে পথ দুর্ঘটনায় আহত ৪, নিহত ১

acdবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৯ অক্টোবর ৷৷ নবমীর রাত্রে পথ দুর্ঘটনায় প্রান হারালো এক যুবক। বৃহস্পতিবার নবমীর রাত্র আনুমানিক ৯টা ৩০ মিনিট নাগাদ শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় আগরতলা-সাব্রুম জাতীয় সড়কে এই দুরঘটনাটি ঘটে। ঘটনার বিবরনে জানা যায়, টি আর ০৩ ৩৯৬৭ নাম্বারের অটো ও টি আর ০৩ সি ৫৫২৬ নাম্বারের বাইকের সংঘর্ষে হয় এই দুর্ঘটনা। এই দুর্ঘটনায় ৪ জন আহত ও ১ জন নিহত হন। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান এস ডি পি ও নির্দেশ দেব এবং আরক্ষা দপ্তরের কর্মীরা। এস ডি পিও এর নেতৃত্বে আরক্ষা দপ্তরের কর্মীরা দুর্ঘটনায়গ্রস্থ লোকজনদের শান্তির বাজার জেলা হাসপাতালে নিয় আসেন। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক অতুনু সরকার একজন যুবককে মৃত বলে ঘোষনা করেন। অপর চারজনকে আশঙ্কা জনক অবস্থায় রেফার করা হয়। এর মধ্যে দুইজনের অবস্থা বেশি আশঙ্কা জনক দেখে আগরতলা জি বি হাসপাতালে রেফার করা হয়। বাকি দুইজনকে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে রেফার করা হয়। নারায়ন দাস ও অজয় ত্রিপুরাকে আগরতলা জীবিতে রেফার করা হয় ও দীলিপ পাল (অটো চালক ) এবং ধর্মেঞ্জয় রিয়াং কে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে রেফার করা হয়। আহতদের মধ্যে দু’জনের বাড়ী জোলাইবাড়ী কোয়াইফাং এলাকায়, একজনের বাড়ী বেতাগা ও চালকের বাড়ী শান্তির বাজার এলাকায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*