আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর ৷৷ দশমীর দিন থেকেই চলছে চিন্ময়ী মায়ের প্রতিমা বিসর্জন। রবিবার দুপুর থেকেই শহরের দশমীঘাটে দুর্গা প্রতীমা বিসর্জন ঘিরে মানুষের উদ্দীপনা চোখে পড়ার মত। প্রশাসনের করা নিরাপত্তার মধ্যে বিভিন্ন পূজা কমিটির বিভিন্ন বাজনা সহ শোভা যাত্রা একটা বাড়তি উত্সব এনে দিলো। এদিন বিকেল থেকে শহর দক্ষিণাঞ্চল সহ শররের বেশীরভাগ ক্লাবগুলি সারিবদ্ধভাবে শোভা যাত্রা করে নেচে গেয়ে গোটা শহর পরিক্রমা করে প্রতীমা নিরঞ্জন করে। ৮ থেকে ৮০, পুরুষ-মহিলা সকলেই বিসর্জনের শোভাযাত্রায় সামিল হয়েছেন। সন্ধ্যায় থেকে শহরের দশমীঘাটে প্রতিমা বিসর্জনের ভিড় বাড়তে শুরু হয়। রাজধানীর দশমীঘাটে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কড়া নজরদারি চালানো হচ্ছে রাজ্য প্রশাসনের তরফে। আনন্দের মধ্য দিয়েই নেচে, গেয়ে ভক্তের দল মাকে নিয়ে যায় দশমীঘাটে। এককথায় প্রতীমা নিরঞ্জনের জোয়ারে ভাসছে গোটা আগরতলা।