আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর ৷৷ রাত পেরোলেই ধনের দেবী লক্ষ্মী পূজো। দেবী দুর্গাপূজা শেষ হতেই এবার ঘরে ঘরে প্রস্তুতি লক্ষ্মী পূজোর। আগামী বুধবার কোজাগরী লক্ষ্মী পূজো। লক্ষ্মী পূজোকে সাম্নে রেখে শনিবার বিকেলে আগরতলায় বিভিন্ন আকারের লক্ষ্মী দেবী নিয়ে আসতে দেখা গেছে ব্যবসায়ীদের। পাশাপাশি কুমোড় পাড়ায় মৃৎ শিল্পীদের মধ্যে দেখা গেছে চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতির ব্যস্ততা।