আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর ৷৷ জাতীয় পুলিশ স্মৃতিরক্ষা দিবস পালিত হল রাজ্যে। রবিবার আগরতলার ড্রপ গেইট এলাকায় পুলিশ মাঠে এই দিবস পালিত হয়। এদিন পুলিশ স্মৃতিরক্ষা দিবস উপলক্ষে পুলিশ মাঠে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা, সহকারী রাজ্য পুলিশ মহানির্দেশক রাজীব সিংস প্রমুখ।