দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১০ ডিসেম্বর ।। আগরতলা শহরে মদ্যপায়ীদের সংখ্যা বাড়ার পাশাপাশি অকালে মৃত্যু হচ্ছে অনেকের, সেই তালিকায় বুধবার যুক্ত হয়েছে মাষ্টার পাড়া সংলগ্ন ব্রিজ থেকে পড়ে আরো এক মদ্যপায়ীর মৃত্যুর ঘটনা। জানাগেছে, মৃত ব্যাক্তির নাম সুকান্ত মজুমদার, বাড়ি শহরের ধলেশ্বর এলাকায়, বয়স আনুমানিক ৩৬ বছর। খবর পেরে এ ডি নগর থানার পুলিশ লাশটি কে উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। নেশার কবলে আকৃষ্ট হচ্ছে যুব সমাজ, এই ক্ষেত্রে পুলিশী ভূমিকা নিয়ে প্রশ্ন উটছে নানা মহলে।