আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর ৷৷ আগামী ২৮ নভেম্বর, ২০১৮ মিজোরামের বিধানসভা নির্বাচন। ৪০ আসনে মিজোরামের বিধানসভা নির্বাচনে ৫টি আসনের দায়িত্ব দেওয়া হয়েছে ত্রিপুরার বিজেপি কে। গোটা মিজোরামের প্রচারে ত্রিপুরার মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ২৮ নভেম্বর মিজোরামের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার নিজোরামের নির্বাচনী প্রচারে গেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মঙ্গলবার মিজোরামের চাকমা এডিসি ভিলেজের কমলানগরে আয়োজিত হয় বিজেপি’র বিশাল জনসমাবেশ। এদিন বিজেপি’র রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক রাম মাধব এবং উত্তর পূর্বাঞ্চলীয় মহামন্ত্রী অজয় জাম্বুয়ালকে সাথে নিয়ে মিজোরামের নির্বাচনী প্রচারে অংশ নিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এছারাও ত্রিপুরা রাজ্য থেকে এদিন মিজোরামের নির্বাচনী প্রচারে অংশ নিলেন রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী সান্তনা চাকমা ও বিজেপি’র রাজ্য সম্পাদিকা প্রতিমা ভৌমিক।