বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ অক্টোবর ৷৷ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মহামুনী কালাছরার বাসিন্দা সুরেন্দ্র মজুমদারের ছেলে বাদল মজুমদার (৫৫) ফাঁসিতে আত্মহত্যা করেন বলে জানা যায়। বাদল মজুমদার পেশায় একজন কৃষক। কোজাগিরী লক্ষ্মী পূজার দিনে আনুমানিক সকাল ৯ টার দিকে ভাত খেয়ে ঘর থেকে বের হন বাদল মজুমদার। কিন্তু পরবর্তী সময় গ্রামের এক মহিলা গরুর জন্য কাঁচা ঘাষ কাটতে গিয়ে দেখে পার্শ্ববর্তী একটি আমবাগানে বাদল মজুমদারের দেহ ঝুলন্ত অবস্থায় আছে। উনার চিৎকার শুনে গ্রামের লোকজন জরো হয়ে শান্তিরবাজার থানায় খবর দেয়। খবর পেয়ে থানার কর্তব্যরত কর্মীরা গিয়ে বাদল মজুমদারের দেহ নামান ও ময়না তদন্তের জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান। গ্রামের লোকজন থেকে জানা যার, বাদল মজুমদারের ছেলে বিগত ৬ বছর আগে একই ভাবে মৃত্যুবরন করেছেন। ঘরে বাদল মজুমদারের সহধর্মীনি ও ছেলের বৌ ছিল। জানা যায়, ছেলের বৌ-র সাথে বাদল মজুমদারের প্রায় সময় ঝগরা হতো । এই বিবাদকে মিমাংসা করার জন্য অনেকবার শালিশি সভা ডেকা হয়েছিল। এই মৃত্যুর পিছনে অনেকেই পারিবারিক কলহের কারন বলে অনুমান করছেন। পুলিশ ঘটনার তদন্ত করছেন।