দেহত্যাগ করলেন বিষ্ণু পুরীজী মহারাজ

babaআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর ৷৷ দেহত্যাগ করলেন দেশের সন্ত সমাজের বিশিষ্ট সাধক স্বামী ১০৮ বিষ্ণু পুরীজী মহারাজ। তিনি ত্রিপুরার সঙ্গে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ওতপ্রোত ভাবে যুক্ত ছিলেন। বুধবার বেলা ১১:০২ মিনিটে মহামন্ডলেশ্বর শ্রীমত স্বামী ১০৮ বিষ্ণু পুরীজী মহারাজ দেহত্যাগ করেছেন। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে ভারতীয় জনতা পার্টীর রাজ্য নেতৃত্ব।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*