বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ অক্টোবর ৷৷ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মহামুনি দীপঙ্কর বুদ্ধ ও গৌতম বুদ্ধের মন্দিরে জাঁকজমক ভাবে উত্তোলিত হয় আকাশ বাতি। অন্যান্য বছরের ন্যায় এবারও আকাশ বাতি উত্তোলন করে বুদ্ধ ধর্মাবলম্বীরা। প্রতিবছর বুদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বে শান্তি সম্প্রতি বজায় রাখার জন্য বুদ্ধকে উদ্দেশ্য করে এই আকাশ বার্তি উত্তোলন করে থাকেন। এই আকাশ বার্তি উত্তোলনে বুদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দু ধর্মালম্বিরাও আনন্দে মেতে উঠেন।