আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর ৷৷ দিনের পর দিন রাজ্যে সামাজিক অবক্ষয়ের নিদর্শন বেড়েই চলেছে। নিজেদের পাপের খেসারৎ দিতে হচ্ছে ফুটফুটে শিশুকে। নিজেদের নষ্টামি ভালবাসার নিদর্শন এখন রাস্তা-ঘাটে, নদী-নর্দমায় ও জঙ্গলে পাওয়া যায়। বৃহস্পতিবার বিশ্রামগঞ্জ অমরেন্দ্রনগর জঙ্গল থেকে উদ্ধার হল সদ্যজাত এক কন্যা সন্তান। জনৈক এক ব্যাক্তি শিশুটির কান্না শুনতে পেয়ে শিশুটিকে জঙ্গল থেকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয় বলে জানা যায়।