বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৬ অক্টোবর ৷৷ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র মনু তৈকর্ম এলাকায় স্কীল ডেভলাপ্টমেন্ট-র নতুন ভবনের শুভ সূচনা করেন বিধায়ক। শুক্রবার দুপুরে প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে নতুন এই ভবনের সূচনা করেন বিধায়ক প্রমোদ রিয়াং। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমা শাসক অনিমেষ দেবর্বমা, বিশিষ্ট সমাজসেবী সত্যব্রত সাহা, সুজেন্দ্র দাস প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি জিতেন দেবর্বমা জানান, প্রথমে ৪০ জনকে নিয়ে এই ট্রেনিং-র সূচনা হয়। এই ৪০ জন যুবক যুবতি ও বি সি সম্প্রদায়ের। উনারা এন বি সি এফ ডি সি কোম্পানীর অন্তর্ভুক্ত। উনাদের সরকারের সাথে একটাই চুক্তি এই সকল যুবক যুবতীদের সঠিকভাবে ট্রেনিং প্রদান করে বেসরকারি কোম্পানিতে চাকুরি প্রদান করা। উনাদের পক্ষথেকে সকলকে বেসরকারি সংস্থাতে চাকুরির ব্যাবস্থাকরে দেওয়া হবে বলে জানান তিনি। অপরদিকে বিধায়ক প্রমোদ রিয়াং জানান, এই ট্রেনিং শেষে নতুনকরে যুবক যুবতিদের ট্রেনিং এর জন্য প্রধান মন্ত্রী কোশল বিকাশ জোজনার নতুনভবন ঘটাকরে উদ্বোধন করবেন। আর এখানে এস সি, এস টি ও ওবিসি দেখা হবে না। সকলের জন্য ট্রনিং-র ব্যাবস্থা করা হবে।