জোড়া খুন আগরতলায়

35b2f9562da4f214be1633bbc612666e

সুজিত দে, আগরতলা, ১৮ জুলাই : শুক্রবার রাজধানী আগরতলায় সাত-সকালে খুন হলেন বৃদ্ধা দম্পতি। সুভাষ নগর নবীনপল্লীর শীলটিলায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় নকুল রুদ্রপাল (৮৫), এবং ও উনার পত্নী রেনুবালা রুদ্রপাল (৭০) খুন হন।
অভিযোগ বৃদ্ধা দম্পত্তির ছেলে ও পুত্রবধু মিলে এই জঘন্য ঘটনা সংঘটিত করে। ঘটনার পরপরই গনধোলাই এর মুখে পরে পুত্র স্বপন পাল, তার স্ত্রী উজ্জ্বলা রুদ্রপাল ও নাতি সুজিত রুদ্রপাল। পুলিশ অভিযুক্তদের আটক করেছে।

FacebookTwitterGoogle+Share