মামার বাইকে করে শাক অন্ন খেতে যেতে দুর্ঘটনায় ভাগ্নে সহ ৪ জন

mamaবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৬ অক্টোবর ৷৷ ছয় মাস পূর্ন করে অন্নপ্রাসন্ন শেষ করে মামার বাড়ীতে শাক ভাত খেতে গিয়ে দুর্ঘটনার স্বীকার হলো শিশু সহ পরিবারের লোকজন। ঘটনার বিবরনে জানা যায়, শুক্রবার বিকেলে বাইখোড়া জগন্নাথ পাড়া এলাকা সংলগ্ন আগরতলা সাব্রুম জাতীয় সড়কে এই দুর্ঘটনার স্বীকার হয় শিশুটি। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত লাউগাং এলাকার বাসিন্দা বটু রায় মুহুরীর একমাত্র ছোট্ট শিশু প্রীতম রায় মুহুরী সবে মাত্র ছয় মাসে পা দিয়েছে। নিয়ম অনুসারে নিজ বাসভবনে অন্নপ্রাশন্ন সেরে মামার বাড়ীতে শাক ভাত খাওয়ার উদ্দ্যেশ্যে মামার বাইকে চেপে রওনা হলে বাইকটি বাইখোড়া জগন্নাথ পাড়া এলাকা সংলগ্ন পৌঁছাতেই অপর একটি বাইক এসে সজোরে ধাক্কাদিয়ে পালিয়ে যায়। অপরিচিত বাইকের ধাক্কা খেয়ে ছয়মাসের প্রীতম রায় মুহুরী, মা মিনাক্ষী রায় মুহুরী (৩৩) , বড় বোন প্রীয়া রায় মুহুরী (৯) ও মামা প্রবীর পাটারী (২৮) রাস্তায় পরে যায়। তাতে গুরুতর আহত হয় সকলেই। সঙ্গে সঙ্গে বাইখোড়া থানার কর্মরত পুলিশ ও এলাকার লোকজনের সহযোগীতায় আহতদের বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ছয় বছরের ছোট্ট শিশুটির অবস্থা আশঙ্কাজনক দেখে ওর মা সহ বোনকে গোমতী জেলা হাসপাতালে রেফার করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*