আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর ৷৷ হাইদ্রাবাদে অনুষ্ঠিত বিজেপি যুবমোর্চার সর্বভারতীয় অধিবেশনে যোগ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। গোটা দেশ থেকে যুবমোর্চার প্রায় ৭০ হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন এই অধিবেশনে। তিনদিন ব্যাপী এই অধিবেশনের দ্বিতীয় দিনে বক্তা হিসেবে সেখানে উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শনিবার এই অধিবেশনে উপস্থিত ছিলেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, সাংগঠনিক সাধারণ সাম্পদক রাম মাধব, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং প্রমুখ।