ফের যান দুর্ঘটনায় প্রান হারালো এক যুবক

accবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৮ অক্টোবর ৷৷ রাজ্যে ফের পথ দুর্ঘটনায় প্রান হারালো এক যুবক। শনিবার রাত আনুমানিক ৮টায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত দাবাংদাইবাড়ী এ ডি সি ভিলেজে যান দুরঘটনার কবলে পরে ৯ জন যাত্রী। জানা যায়ন ঐদিন রাতে দাবাংদাইবাড়ী এলাকার করেকজন উপজাতি মহিলা ও পুরুষ মিলে একত্রিত হয়ে টি আর ০৩ ২২২৪ নম্বরের কমান্ডারে চেপে তৈকর্ম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে রাজ্যভিত্তিক হজাগিরি উৎসব দেখার জন্য রওনা হয়। আসার পথে কমান্ডারটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে যায়। এতে মেঘরাম রিয়াং-র পুত্র লক্ষীন্দর রিয়াং (২৫) ঘটনাস্থলেই প্রান হারায়। দুর্ঘটনার খবর পেয়ে শান্তিরবাজারের যুব মোর্চা , বি এম এস কর্মী ও দমকল বাহিনীর কর্মীরা গিয়ে সকলকে শান্তিরবাজার জেলা হাসপাতাল নিয়ে আসেন। বর্তমানে ৮ জন শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎরত অবস্থায় আছে। রবিবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়। এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*