বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৮ অক্টোবর ৷৷ সাব্রুম মহকুমা যোগা অ্যাসোসিয়েশানের উদ্যোগে এবং ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশানের সহযোগীতায় সাব্রুমের মনুবাজার বসুন্ধরা বন চেতনা কেন্দ্রের হল ঘরে শনিবার থেকে দু’দিন ব্যাপী ৩৭তম রাজ্যভিত্তিক যোগাসন প্রতিযোগীতা শুরু হয়। প্রদীপ জ্বালিয়ে এই যোগাসন প্রতিযোগীতার উদ্বোধন করেন বিধায়ক শংকর রায়। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্হিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া, সাব্রুমের এস ডি পি ও সব্যসাচি দেবনাথ, রুপাইছরি ব্লকের বি এস সি চেয়ারম্যান ধনঞ্জয় ত্রিপুরা প্রমুখ। এই অনুষ্ঠানের আগে দক্ষিন জেলার ১৫ সদস্যের একটি জেলা কমিটি গঠন করা হয়। এই দক্ষিন জেলার যোগা কমিটির সভাপ্রতি হন শংকর রায়, সম্পাদক নিখিল চন্দ্র গোপ , কোষাধ্যক্ষ অভিজীৎ ভট্টাচার্য্য। এই রাজ্য ভিওিক যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ১৬০ জন অংশগ্রহন করেন।