জাতীয় ডেস্ক ।। ৩১ অক্টোবর, ২০১৮ লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেল এর ১৪৩ তম জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকী উপলক্ষ্যে বুধবার সর্দার বল্লভভাই প্যাটেল এর ১৮২ মিটার উঁচু মূর্তির আবরণ উন্মোচন হতে চলেছে। বিশ্বের উচ্চতম মূর্তি হিসেবে ভারতের গুজরাট রাজ্যের সর্দার সরোবরে উদ্বোধন হচ্ছে এই মূর্তির। যার নাম দেওয়া হয়েছে “স্ট্যাচু অফ ইউনিটি”। লৌহ পুরুষের এই মূর্তি তৈরি করতে খরচ হয় প্রায় তিন হাজার কোটি টাকা। স্বাধীনতা সংগ্রামের জন্য সর্দার প্যাটেল এর অবদান ও তার ব্যক্তিগত জীবন ও লেজার লাইট, গ্যালারির মাধ্যমে তুলে ধরা হবে। কেন্দ্রীয় সরকার আগেরই সর্দার বল্লভভাই প্যাটেল এর জন্মদিন-কে ‘রাষ্ট্রীয় একতা দিবস’ হিসেবে পালন করে আসছে। বুধবার যথাযোগ্য মর্যাদায় গোটা দেশে পালিত হবে লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলর জন্মবার্ষিকী।