গোপাল সিং, খোয়াই, ৩১ অক্টোবর ৷৷ ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই খোয়াইয়ের তবলা বাড়ি তাঁতি পাড়া এলাকার ভীম তাঁতির ঘর। ঘটনা মঙ্গলবার রাত দশটা নাগাদ। ঘটনার বিবরণে জানা যায়, ভীম তাঁতির পাগল ছেলে তার মার কাছে বিড়ি চেয়েছিল। বিড়ি না দেওয়ায় সে ঘরে আগুন লাগিয়ে দেয়। আগুনের ঐ লেলিহান শিখায় পুড়ে ছাই পুরো ঘর। প্রথম দিকে প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তাদের চেষ্টা ব্যর্থ হয়। এদিকে অন্যান্য লোকেরা খবর দেয় দমকল অফিসে। খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে যায় ঘটনাস্থলে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।