আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর ৷৷ গোটা দেশের সাথে তাল মিলিয়ে রাজ্যেও উদযাপিত হল লৌহ পুরুষ সর্দার ভল্লভাই প্যাটেলের জন্মবার্ষিকী। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার ভল্লভাই প্যাটেলের জন্মবার্ষিকী দিনটিকে সংহতি দিবস হিসেবে পালন করা হয়। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানী আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে। এখানে আরক্ষা বাহিনীর জওয়ানরা সুদৃশ্য প্যারেডে অংশ নেয়। অনুষ্ঠানে রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সেলামী গ্রহন করেন। অনুষ্ঠানে ভারতের লৌহ পুরুষ সর্দার ভল্লভাই প্যাটেলের জন্মতিথিতে উনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন মূখ্যমন্ত্রী।