আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ নভেম্বর ৷৷ ত্রিপুরা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন বিচারপতি সঞ্জয় ক্যারল। তিনি বর্তমানে হিমাচল প্রদেশ হাইকোর্টের বিচারপতি হিসেবে কর্মরত। জানা যায়, ত্রিপুরা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি অজয় রাস্তোগি সুপ্রিম কোর্টের বিচারপতি হতে চলেছেন। কেন্দ্রীয় সরকারের সন্মতি পেলেই বিচারপতি অজয় রাস্তোগি সুপ্রিম কোর্টের বিচারপতি পদে এবং বিচারপতি সঞ্জয় ক্যারল ত্রিপুরা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হবেন।