আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ নভেম্বর ৷৷ চাকুরিচ্যুত ১০,৩২৩ শিক্ষক-শিক্ষিকাদের চাকুরী মামলায় ঐতিহাসিক রায় দিল ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্ট। বৃহস্পতিবার (১ নভেম্বর, ২০১৮) সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ’র এজলাসে হয় এই মামলার শুনানি। সেখানে সুপ্রীম কোর্ট ১০,৩২৩ শিক্ষক-শিক্ষিকাদের মেয়াদ আরও ২ বছর বৃদ্ধি করেছে। এই ঐতিহাসিক রায়ের পর ১০,৩২৩ শিক্ষক-শিক্ষিকা এবং তাদের পরিবারের মধ্যে খুশির হাওয়া লক্ষ্য করা যায়। পাশাপাশি ১০,৩২৩ শিক্ষক-শিক্ষিকারা এদিন সুপ্রীম কোর্ট সহ কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়েছেন।
এছাড়াও রাজ্যে শিক্ষক নিয়োগে বর্তমান রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে যে এককালীন ছাড়ের আবেদন করেছিল তা আগামী চার মাসের মধ্যে কেন্দ্রীয় সরকারকে বিবেচনা করার জন্য নির্দেশ দিল সুপ্রীম কোর্ট।