আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ নভেম্বর ৷৷ আগামী ৪ নভেম্বর থেকে স্পেনে অনূর্ধ্ব ৭ বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে। এই আসরে ১৮ জনের ভারতীয় দল গঠন করা হয়েছে, যার মধ্যে রাজ্যের প্রতিভাসম্পন্না দাবাড়ু আর্শিয়া দাস জায়গা করে নিয়েছে। সেজন্য রাজ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অর্সিয়ার সাথে দেখা করে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দেশের এবং রাজ্যের মুখ উজ্জ্বল করা জন্য আশীর্বাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করেন।