আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ নভেম্বর ৷৷ শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার তৃতীয় অধিবেশন। জানা গেছে, আগামী ২৩ নভেম্বর থেকে রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কির উপস্থিতিতে ত্রিপুরা বিধানসভার তৃতীয় অধিবেশন শুরু হবে। এদিন সকাল ১১টা থেকে এই অধিবেশন শুরু হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান ত্রিপুরা বিধানসভার সচিব।