আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ নভেম্বর ৷৷ পুরনো রাজভবন পরিদর্শন করলেন রাজ্যের রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি। শুক্রবার সকালে রাজ্যের পুরনো রাজভবন পুস্পবন্ত প্যালেস পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, রাজভবনকে কিভাবে ব্যবহার করা যায় সেটা দেখতে রাজভবন পরিদর্শন করেন তিনি।