আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ নভেম্বর ৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের উত্তর-পূর্বাঞ্চলে রাজ্যগুলির উন্নয়নের জন্য ৫০ হাজার কোটি টাকার বেশী বাজেট তৈরি করেছেন। তাছাড়া বিভিন্ন প্রোজেক্টের শিলান্যাস সহ প্রোজেক্টের কাজ কতদূর এগোচ্ছে তারও তথ্য রাখছে প্রধানমন্ত্রী। শুক্রবার প্রজ্ঞাভবনে রাজ্যের উন্নয়নে ত্রিপুরা সরকারের রোড ম্যাপের উপর এক চিন্তন শিবিরে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, সরকারি কর্মচারীরা যদি সঠিক সময়ে নিজেদের কাজ যদি যত্ন সহকারে করেন তবে ত্রিপুরাকে মডেল রাজ্য বানানোর যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তা পূরণ হবেই। রাজ্য সরকারের তরফে প্রজ্ঞাভবনে আয়োজিত হয় এই শিবির।