আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ নভেম্বর ৷৷ আগামী ২০২২ সালের মধ্যে ত্রিপুরা মডেল রাজ্য হিসেবে গড়ে উঠবে। সেই লক্ষ্যে এগিয়ে চলেছে রাজ্যের বিজেপি-আই পি এফ টি জোট সরকার। শুক্রবার বিকেলে শিশু উদ্যানে আয়োজিত পশ্চিম ত্রিপুরা জেলার এম এস এম ই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনই নয়া দিল্লীর বিজ্ঞান ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এম এস এম ই প্রকল্প কর্মসূচীর সূচনা করেন। এই কর্মসূচীর অঙ্গ হিসাবে দেশের ১০০টি জেলায় ১০০টি স্থানে অনুরূপ কর্মসূচী আয়োজিত হয়। রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলা এবং সিপাহিজলা জেলায় এইরূপ কর্মসূচীর আয়োজন করা হয়। সিপাহীজলায় অনুষ্ঠিত এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাজ্যের উপ-মূখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা। নয়া দিল্লীতে অনুষ্ঠিত এই এম এস এম ই প্রকল্প নিয়ে দেশবাসীকে দীপাবলির একডজন উপহারও দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পে ৫৯ মিনিটেই ঋন পাবেন ক্ষুদ্র, ছোট, মাঝারি ব্যবসায়ীরা। আগরতলা শিশু উদ্যানে দিল্লীতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সরাসরি ওয়েব কাস্টিং এর মাধ্যমে দেখানো হয়।স অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক আশিস কুমার সাহা,ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায়, রাজ্যের অতিরিক্ত মূখ্যসচিব জি এস জি আয়েঙ্গার, শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা ডাঃ সন্দীপ আর রাঠোর প্রমুখ।