আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ নভেম্বর ৷৷ সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং রাজ্যের সংবাদমাধ্যমের মধ্যে বিবাদ সৃষ্টি করার জন্য একটি চক্রান্ত চলছিল বলে জানা যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে সংবাদমাধ্যমের পরিকল্পিত ভাবে বিবাদ সৃষ্টি করার এই চক্রান্ত এবার ফাঁস হয়ে গেল। এই অভিযোগে বরখাস্ত হলেন ২ জন। তারা হলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা বিষ্ণু দাস এবং সিনিয়র ইনফরমেশন অফিসার প্রমোদ আচার্যী। জানা যায়, বিজ্ঞাপনের টাকা নিয়ে মুখ্যমন্ত্রী এবং প্রধান সচিবকে বিভ্রান্ত করার অভিযোগে উঠেছে তাদের নামে।