বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৪ নভেম্বর ৷৷ গাড়ীর ধাক্কায় প্রান হারালো ভূষন দে নামে এক ব্যাক্তি। জানা যায়, শনিবার রাত আনুমানিক ৬টা ৩০ মিনিট নাগাদ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বেতাগার বাসিন্দা ভূষন দে নিজ কাজ সেরে বাড়ীর পাশাপাশি পৌঁছতে বেতাগার বাসিন্দা লিটন দাস টি আর ০১ পি ০২০৬ নম্বরের ভেন গাড়ী দিয়ে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গাড়ীর ধাক্কায় ভূষন দে (৫১) আহত হয়ে রাস্তায় লুটিয়ে পরেন। এলাকার লোকজন ভুষন দে কে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসেন। এলাকার মানুষ ভেন গাড়ীটিকে ধাওয়া করে কিছুদূর গিয়ে লক্ষীছড়া সংলগ্ন এলাকায় একটি জঙ্গলের মধ্যে থেকে গাড়িটিকে উদ্ধার করে। যদিও গাড়ী চাকল পলাতক। শান্তির বাজার থানার কর্মরত কর্মীরা গিয়ে গাড়িটিকে শান্তির বাজার থানায় নিয়ে আসেন। জানা যায়, কর্তব্যরত চিকিৎসক ভূষন দে কে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানে পুনরায় কর্তব্যরত চিকিৎসক উনাকে আগরতলা জি বি হাসপাতালে স্থানান্তরিত করেন। জিবি হাস্পাতে আনার পথে মারা যান ভূষন দে। রবিবার উনার দেহ ময়নাতদন্ত করার পর বাড়ীতে নিয়ে আসা হয়। তার মৃতদেহ বাড়ীতে আনার সঙ্গে সঙ্গে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।