৫৬ রকম ভোগ দিয়ে পালিত হল অন্নকূট উৎসব

annaআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ নভেম্বর ৷৷ অন্নকূট প্রধানত বৈষ্ণবদের উৎসব হলেও অনেক শাক্ত পরিবারে ও মন্দিরে এর চল আছে। এ পুজোর পিছনে রয়েছে এক পৌরাণিক কাহিনি। বৃন্দাবনবাসীরা ৫৬ রকম পদের ভোগ দিয়ে বৃষ্টির দেবতা ইন্দ্রের পুজো করত। কৃষ্ণ এক বার বৃন্দাবনবাসীদের ইন্দ্রপূজা করতে নিষেধ করেন। এতে দেবতা ইন্দ্র রেগে গিয়ে বৃন্দাবনের উপরে মুষলধারে বর্ষণ করেন। বৃন্দাবনবাসীদের ওই বিপদ থেকে রক্ষার জন্য কৃষ্ণ গোবর্ধন পর্বতকে বৃন্দাবনের উপরে ছাতার মতো করে ধরে থাকেন। ইন্দ্র পরাজিত হন। তার পর থেকে কৃষ্ণের নির্দেশে বৃন্দাবনবাসী কার্তিক মাসে অমাবস্যার পরদিন ‘গিরি গোবর্ধন’-এর পুজো আরম্ভ করে। সেই পুজোই অন্নকূট উৎসব। রাজ্যের অনেক মন্দির ও পরিবারে অন্নকূট উৎসব হয়। রাজধানী আগরতলার জগন্নাথ জীউ মন্দিরে মহাসমারোহে পালিত হয়ে থাকে অন্নকূট উৎসব। মন্দিরের পাশাপাশি রাজধানীর রামনগর ৫নং এলাকার বিপ্লব বামন আচার্য এর বাড়িতেও অন্নকূট পালন করা হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*