বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ নভেম্বর ৷৷ দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার স্বীকার হলো এক যুবক। ঘটনার বিবরনে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৮টায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মনপাথর বাজার সংলগ্ন আগরতলা-সাব্রুম জাতীয় সড়কের পাশে ব্রীজের রেলিং এ ধাক্কা খেয়ে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় বীরচন্দ্র নগর পঞ্চায়েত পাড়ার বাসিন্দা জোতিলাল রিয়াং এর ছেলে বিরোজিৎ রিয়াং (২৪) গুরুতর আহত হয়। দুর্ঘটনার ঘটার সঙ্গে সঙ্গে মনপাথার ফাঁড়ী থানার কর্মরত পুলিশ গিয়ে বিরোজিৎ রিয়াংকে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বিরোজিতের অবস্থা আশঙ্কা জনক দেখে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করেন।