আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর ৷৷ রাজ্যের বোন ও দিদিদের থেকে ভাইফোঁটা নিলেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ভাইফোঁটা দেওয়ার ক্ষেত্রে সকলের জন্য দ্বার উন্মুক্ত রাখলেন মূখ্যমন্ত্রী। শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মূখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে ভাইফোঁটা অনুষ্ঠানে অংশ নেন মূখ্যমন্ত্রী। সেখানে রাজ্যের নানা প্রান্ত থেকে রাজ্যের বোন ও দিদিরা এসে মূখ্যমন্ত্রীকে ভাইফোঁটা দিয়ে যান। পাশাপাশি মূখ্যমন্ত্রীর বয়সে বড় বোনেরা ফোটা দিয়ে মূখ্যমন্ত্রীর মাথায় ধান দূর্বা দিয়ে আশীর্বাদও করেন। কেউ কেউ আবার মূখ্যমন্ত্রীকে ভাইফোঁটা দিয়ে উপহারও দিয়েছেন বলে জানা গেছে।