আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর ৷৷ এখন থেকে সপ্তাহের ৭ দিনই দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিল রাজ্যের বিজেপি-আই পি এফ টি জোট সরকার। পূর্বে সপ্তাহের শনিবার অর্ধেক দিন এবং রবিবার পুরো দিন দোকান বন্ধ রাখার বাধ্যতামূলক ছিল। এখন থেকে সপ্তাহের শনিবার ও রবিবার মিলিয়ে দেড় দিন দোকান বন্ধ রাখার বাধ্যতামূলক সরকারি সিদ্ধান্ত তুলে নেওয়া হয়েছে। রাজ্যের মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত বাধ্যতামূলক নয়। অর্থাৎ এই দু’দিন দোকান বন্ধ রাখার বিষয়টি এখন দোকান মালিকদের নিজেদের ইচ্ছার উপর নির্ভর করবে। মালিক চাইলে সপ্তাহের ৭ দিনই দোকান খোলা রাখতে পারবেন। তবে শ্রমিকদের অর্থাৎ দোকানের কর্মচারীদের সপ্তাহে দেড়দিন ছুটি দিতে হবে। রাজ্যের সাধারণ জনগণ বিশেষ করে পর্যটক ও চাকুরীজীবীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শুক্রবার মহাকরণে জানান শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।