অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে ভারত। স্বাগতিকদের ৫১৭ রানের প্রথম ইনিংসের জবাবে কোহলির সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৩৬৯ রান, পাঁচ উইকেট হারিয়ে।
তৃতীয় দিন পর্যন্ত ভারতের সর্বোচ্চ স্কোরার অধিনায়ক বিরাট কোহলি। ১১৫ রান করেছেন তিনি। অধিনায়ক হিসেবে প্রথম টেস্টেই দারুণ এক সেঞ্চুরি করেছেন কোহলি। অথচ কোহলির ইনিংসটি শুরু হয়েছিলো ভয়াবহ এক বাউন্সারে। মিচেল জনসনের বল সরাসরি লেগেছিলো তার হেলমেটে। একটু এদিক হলেই ঘটে যেতে পারতো ভয়ংকর দুর্ঘনটা।
জনসনের বল কোহলির মাথায় লাগার সাথে সাথে অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা দৌড়ে যান কোহলির দিকে। কিন্তু ভাগ্য ভালো, কোনো ধরনের অনাকাঙ্খিত কিছু ঘটেনি। হেলমেট খুলে কয়েক মুহূর্ত বিচলিত ছিলেন কোহলি, তবে পরে নিজেকে দ্রুতই মানিয়ে নেন ভারতীয় অধিনায়ক।
ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭৩ রান করেন চেতেশ্বর পূজারা। এ ছাড়া হাফ সেঞ্চুরি করেন অজিঙ্কা রাহানেও। তৃতীয় দিন শেষে ৩৩ রান নিয়ে ব্যাটিং করছেন রোহিত শর্মা। তার সাথে ক্রিজে আছেন ঋদ্ধিমান সাহা।
অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মিচেল জনসন ও নাথান লিয়ন।