আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর ৷৷ আগামী ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। এই ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে আগরতলার গণরাজ চৌমুহনিস্থিত ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটি–এর উদ্যোগে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন সকাল ৬টা ৩০ মিনিটে মুক্তধারা মুক্তমঞ্চ থেকে এই শোভাযাত্রাটি শুরু হবে। রাজ্যের রাজ্যপাল অধ্যাপক ডঃ কাপ্তান সিং সোলাঙ্কি শোভাযাত্রার শুভ সূচনা করবেন বলে জানা যায়। শোভাযাত্রা শেষে ডায়াবেটিস সচেতনতামূলক এক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন রাজ্যের বিশিষ্ট-বরিষ্ঠ চিকিৎসকবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহিত করার জন্য পুরস্কৃত করা হবে। অনুষ্ঠান শেষে পূর্বে নথিভুক্ত ডায়াবেটিস রোগীদের প্রয়োজনের ভিত্তিতে বিনা মূল্যে ইনসুলিন প্রদান করা হবে বলে জানা যায়।