রবিবার রাজধানীর কৃষ্ণনগরস্থিত ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কপালে চন্দনের ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করেন বিভিন্ন বয়সী মেয়েরা। এই প্রথম এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রীর কপালে ফোঁটা দিতে পেরে বেজায় খুশি ভাইফোঁটা দিতে আসা মেয়ে ও মহিলারা।