আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর ৷৷ দিনে দিনে আগরতলা রুপ বদলাচ্ছে। আধুনিক হতে গেলে যে সব উপাদান প্রয়োজন তার অনেক কিছুই নেই এই শহরটার, তার মধ্যেই এ মুহূর্তে সূদুর গ্রামাঞ্চলেও পৌঁছে গেছে আগরতলার উড়ালপুলের গল্প। আগরতলার উড়ালপুলের কাজ পায় শেষের পথে। রবিবার আগরতলার সেই উড়ালপুলেরই একটি পাইপ ভেঙ্গে পরে রাস্তায়। এদিন সন্ধায় বটতলা বট গাছ সংলগ্ন স্থানে উড়ালপুলে লাগানো একটি পাইপ ভেঙ্গে রাস্তায় পরে যায়। অল্পতে রক্ষা পায় পথ চলতি মানুষ। হঠাৎ করে উড়ালপুলের পাইপ ভেঙ্গে পরায় বটতলা এলাকায় আতঙ্ক দেখা দেয়।