আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর ৷৷ রাজ্যের গেজেটেড অফিসার্স সংঘ ত্রিপুরা প্রদেশের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় রবিবার। এদিন রাজধানীর নজরুল কলাক্ষেত্রের প্রেক্ষাগৃহে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ভারতীয় মজদুর সংঘের উত্তর-পূর্বাঞ্চল জোনের সাধারণ সম্পাদক সুনীল কিরওয়াই, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য এন তুম্বা সিং প্রমুখ। সাধারণ সভায় মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, নতুন সরকার সব প্রতিশ্রুতি পালন করে যাচ্ছে। আগামীতে বাকিগুলো পূরণ করা হবে। তিনি বলেন, ত্রিপুরা সরকার স্ব-নির্ভর হওয়ার জন্য নানা পরিকল্পনা হাতে নিয়েছে। তাই রাজ্যের উন্নয়ন আসবেই।